Billing Profile

ডেইলি বিলিং বনাম মান্থলি বিলিংঃ

Daily BillingMonthly Billing

কাস্টমার বা রিসেলার বিভিন্ন মেয়াদে ইন্টেরনেট টাইম কিনতে পারে ।

কাস্টমার এবং রিসেলারকে অবশ্যই একসাথে এক মাসের ইন্টেরনেট কিনতে হবে ।

কাস্টমারের বিল তৈরি হয় না । কাস্টমারের একাউন্ট রিচার্জ করতে হয় ।

মাসের এক তারিখে কাস্টমারের বিল তৈরি হয় । কাস্টমারের বিল পরিশোধ করতে হয় ।

কাস্টমার অনলাইনে নতুন প্যাকেজ কিনতে পারে ।

কাস্টমার অনলাইনে নতুন প্যাকেজ কিনতে পারে না । শুধু অনলাইনে মান্থলি বিল পরিশোধ করতে পারে ।

কাস্টমার যেকোন মেয়াদের প্যাকেজ কিনতে পারে ।

কাস্টমার শুধুমাত্র ত্রিশ দিনের প্যাকেজ কিনতে পারে ।

রিচার্জ বা প্যাকেজ ক্রয়ের সময় থেকে মেয়াদ শুরু হয় এবং যত মিনিট ইন্টারনেট টাইমের জন্য পেমেন্ট করা হয় তত মিনিটের জন্য একাউন্ট একটিভ থাকে ।

অপরিবর্তনশীল বিলিং সাইকেল যেমনঃ ১০তারিখ টু ১০ তারিখ, ১৫ তারিখ টু ১৫ তারিখ । পরে বা আগে বিল পরিশোধের জন্য বিলিং সাইকেল পরিবর্তন হয় না। বিলিং সাইকেল পরিবর্তন করার জন্য বিলিং প্রোফাইল পরিবর্তন করতে হবে ।

একাউন্টের মেয়াদ শেষ হয়ে গেলে কাস্টমার সাসপেন্ড হয়ে যায় ।

একাউন্টের মেয়াদ শেষ হয়ে গেলে এবং বিল পরিশোধের তারিখ পার হয়ে গেলে কাস্টমারের একাউন্ট সাসপেন্ড হয়ে যায় । বিল না থাকলে একাউন্ট সাসপেন্ড হয় না ।

একাউন্ট সাসপেন্ড হয়ে গেলে নেটওয়ার্কে কানেক্ট হতে পারে না ।

একাউন্ট সাসপেন্ড হয়ে গেলে নেটওয়ার্কে কানেক্ট হতে পারে এবং সাসপেন্ড পুল থেকে আইপি পায় ।

রিসেলারদের জন্য উপযুক্ত ।

কর্পোরেট কাস্টমারদের জন্য উপযুক্ত ।

নোট ১ঃ হটস্পট কাস্টমারদের জন্য বিলিং প্রোফাইল প্রয়োজন নেই ।

নোট ২ঃ Automatic bill = yes এর মানে হল মান্থলি বিলিং কাস্টমারদের বিল প্রতি মাসের এক তারিখে automatically তৈরি হবে । ডেইলি বিলিং কাস্টমারদের জন্য প্রযোজ্য নয় ।

নোট ৩ঃ Automatic Suspend = yes এর মানে হল মান্থলি বিলিং কাস্টমাররা যদি ডিউ ডেটের মধ্য বিল পরিশোধ না করে তাহলে একাউন্ট automatically সাসপেন্ড হয়ে যাবে । ডেইলি বিলিং কাস্টমারদের জন্য প্রযোজ্য নয় ।

নোট ৪ঃ Billing cycle ends with month = no এর মানে হল নতুন কাস্টমারকে পরবর্তী পেমেন্টের তারিখ পর্যন্ত বিল করুন ।

নোট ৫ঃ Billing cycle ends with month = yes এর মানে হল নতুন কাস্টমারকে চলতি মাসের যেকদিন বাকি আছে সে কদিনের জন্য বিল করুন ।

FAQ:

প্রশ্নঃ মান্থলি বিলিং কাস্টমারের মেয়াদ শেষ হয়ে গেছে কিন্তু কাস্টমার সাসপেন্ড হয়নি কেন ?

উত্তরঃ মান্থলি বিলিং কাস্টমারদের ক্ষেত্রে একাউন্টের মেয়াদ শেষ হয়ে গেলে এবং বিল পরিশোধের তারিখ পার হয়ে গেলে কাস্টমারের একাউন্ট সাসপেন্ড হয়ে যায় । বিল না থাকলে একাউন্ট সাসপেন্ড হয় না । সুতরাং দুটি কারণের যেকোন একটি কারণে কাস্টমার একাউন্ট সাসপেন্ড হয়নি - ১। বিল পরিশোধের তারিখ পার হয়ে যায়নি । ২। কাস্টমারের কোন বিল নেই ।

~~ এই অধ্যায়ের শেষ ~~

Last updated