সচরাচর জিজ্ঞাসা
Last updated
Last updated
অপারেটর কি?
অপারেটরকে রিসেলার বা ম্যাক রিসেলার বা ইউসার রিসেলার বলতে পারেন।
পোস্টপেইড রিসেলার কি?
পোস্টপেইড রিসেলার পেমেন্ট গেটওয়ের মত। প্রথমে তারা কাস্টমারের কাছ থেকে টাকা কালেক্ট করবে, পরে আপনাকে টাকা দিবে। এক্ষেত্রে রিসেলার আপানার কত টাকা কালেকশন করলে, আপনাকে টাকা দিতে বাধ্য হবে তা ক্রেডিট লিমিট এর মাধ্যমে সেট করতে পারবেন।
প্রিপেইড রিসেলার কি?
প্রিপেইড রিসেলার এর ক্ষেত্রে আপনি রিসেলার এর ব্যাংক। রিসেলার আপানার কাছে একাউন্ট খুলবে এবং সেই একাউন্টে টাকা জমা রাখবে। তারপর সেই টাকা খরচ করে কাস্টমার একটিভ করবে। একাউন্টে টাকা না থাকলে কাস্টমার একটিভ করতে পারবে না।
রিসেলার কি অনলাইনে এডমিনকে পেমেন্ট করতে পারবে?
হ্যাঁ, যদি এডমিনের অনলাইন পেমেন্ট গেটওয়ে থাকে।
সফটওয়্যারে কিভাবে নিশ্চিত করা হয়, পোস্টপেইড রিসেলার ক্রেডিট লিমিট পরিমাণ টাকা কালেক্ট করলে আপনাকে তা দিতে বাধ্য থাকবে?
পোস্টপেইড রিসেলার ক্রেডিট লিমিট পরিমাণ টাকা কালেক্ট করার পর আপানাকে টাকা না দিলে, সে আর কোন ইউসার একাউন্ট এক্টিভ করতে পারবে না।
পোস্টপেইড রিসেলার থেকে প্রাপ্ত ক্যাশ টাকা সফটওয়্যারে কিভাবে এন্ট্রি দিব?
Resellers & Managers অথবা Accounts মেনু থেকে এন্ট্রি দিতে পারবেন।
Resellers & Managers > Resellers/Operators > Actions > Entry Cash Received
Accounts > Accounts Receivable > Entry for cash received
প্রিপেইড রিসেলার এর একাউন্টে কিভাবে টাকা জমা করবেন?
Resellers & Managers > Resellers/Operators > Actions > Add Balance
~~ এই অধ্যায়ের শেষ ~~