VPN Accounts
Last updated
Last updated
Notes:
একটা ভিপিএন একাউন্ট একটা রাউটার এর জন্য।
রাউটারে পাবলিক নেটওয়ার্ক থেকে এক্সেস করতে চাইলে রাউটার এর Winbox Port পরিবর্তন করা যাবে না।
আপনার রাউটার এ পাবলিক আইপি না থাকলেও যেন আপনি আমাদের সফটওয়্যারটি ইউজ করতে পারেন সেজন্য আমারা ভিপিএন একাউন্ট দিয়ে থাকি।
প্রতিটি ভিপিএন একাউন্ট এর জন্য সাবস্ক্রিপশন বিলের সাথে অতিরিক্ত ৫০ টাকা করে যোগ হবে।
নতুন ভিপিএন একাউন্টের জন্য New Account বাটনে ক্লিক করুন।
যেকোন নেটওয়ার্ক থেকে রাউটার এর লগইন করার জন্য Winbox কলামে প্রদত্ত আইপি এবং পোর্ট নাম্বার ব্যাবহার করুন।
সফটওয়্যারে রাউটার Add করার সময় IP Address কলামে প্রদত্ত আইপি ব্যাবহার করুন।
রাউটারে ভিপিএন কিভাবে কনফিগার করবেন তা জানতে Actions > config info লিঙ্কে ক্লিক করুন।
~~ এই অধ্যায়ের শেষ ~~