Routers
- শুধুমাত্র এডমিন একাউন্ট থেকে রাউটার এড করা যাবে । 
- শুধুমাত্র মাইক্রোটিক রাউটার এড করা যাবে । 
- রাউটার এড করার জন্য রাউটার এ আপনার ফুল এক্সেস দরকার হবে । 
- যত খুশি রাউটার এড করা যাবে, কোন লিমিটেশন নাই।  - add-balance - নতুন রাউটার Add করার জন্য "New Router" বাটনে ক্লিক করুন। 
- রেডিয়াস সার্ভার থেকে আপনার রাউটারকে পিং করার জন্য "Ping Test" বাটনে ক্লিক করুন। 
- রাউটারকে রেডিয়াসের জন্য কনফিগার করার জন্য configure লিঙ্কে ক্লিক করুন। 
- যদি রাউটারে হটস্পট সার্ভার না চলে তাহলে "walled-garden" অপশনটি আপনার জন্য নয়। 
 - ~~ এই অধ্যায়ের শেষ ~~ 
Last updated
Was this helpful?
