Routers

  • শুধুমাত্র এডমিন একাউন্ট থেকে রাউটার এড করা যাবে ।

  • শুধুমাত্র মাইক্রোটিক রাউটার এড করা যাবে ।

  • রাউটার এড করার জন্য রাউটার এ আপনার ফুল এক্সেস দরকার হবে ।

  • যত খুশি রাউটার এড করা যাবে, কোন লিমিটেশন নাই।

    add-balance
    1. নতুন রাউটার Add করার জন্য "New Router" বাটনে ক্লিক করুন।

    2. রেডিয়াস সার্ভার থেকে আপনার রাউটারকে পিং করার জন্য "Ping Test" বাটনে ক্লিক করুন।

    3. রাউটারকে রেডিয়াসের জন্য কনফিগার করার জন্য configure লিঙ্কে ক্লিক করুন।

    4. যদি রাউটারে হটস্পট সার্ভার না চলে তাহলে "walled-garden" অপশনটি আপনার জন্য নয়।

    ~~ এই অধ্যায়ের শেষ ~~

Last updated

Was this helpful?